ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএফএফইএর নতুন কমিটি

প্রেসিডেন্ট আমজাদ, এসভিপি গোলাম মোস্তফা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
প্রেসিডেন্ট আমজাদ, এসভিপি গোলাম মোস্তফা এসএম আমজাদ হোসেন ও গোলাম মোস্তফা

ঢাকা: ২০১৫-১৬ সালের জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ও খুলনার লকপুর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন।

এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কোস্টাল সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা এমবিএ।



গত সোমবার(২ মার্চ’২০১৫) সংগঠনটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

বিএফএফইএর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওরিয়েন্টাল ফিশ প্রসেসিং অ্যান্ড কালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেখ মো. আবদুল বাকি (খুলনা) এবং মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ।

বিএফএফইএর নির্বাচিত পরিচালকরা হলেন-  এস হুমায়ুন কবির (আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড), এ জাব্বার মোল্লা (জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড), মো. রেজাউল হক (মডার্ন সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড), সৈয়দ আবু আসফার (ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড), অসীম কুমার বড়ুয়া (এপেক্স ফুডস লিমিটেড), খন্দকার আইনুল ইসলাম (সাউথফিল্ড ফিশারিজ লিমিটেড), এম সাইফুর রহমান মজুমদার (মীনহার সি ফুডস লিমিটেড), মো. তারিকুল ইসলাম জহীর (আছিয়া সি ফুডস লিমিটেড), শ্যামল দাস (এমইউ সি ফুডস লিমিটেড), রাফায়েত হাসান জামিল (কনসেপশন সি ফুডস লিমিটেড) ও ইমতিয়াজ বিন মুসা (কুলিয়ারচর সি ফুডস লিমিটেড)।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।