ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগ বোর্ডের অনলাইন সেবা চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বিনিয়োগ বোর্ডের অনলাইন সেবা চালু

ঢাকা: বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা, ওয়ার্ক পারমিট এবং বাণিজ্যিক অফিস স্থাপন-সংক্রান্ত অনলাইন গ্রাহকসেবা চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই)। ফলে এখন থেকে বৈদেশিক বিনিয়োগকারীরা অনলাইনে ভিসা ও ওয়ার্ক পারমিট এবং বাণিজ্যিক অফিস স্থাপনের জন্য আবেদন করতে পারবেন।



এ পরিপ্রেক্ষিতে বিনিয়োগ বোর্ডও অনলাইনে অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল, আইএফসি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার কাল এফ কেলোফার, নিটল নিলয় গ্রপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বিওআই নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।