ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘শিশুদের মধ্যে আয়ের মাইন্ড সেট করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
‘শিশুদের মধ্যে আয়ের মাইন্ড সেট করতে হবে’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু বয়স থেকেই আয় করার মানসিকতা তৈরির তাগিদ দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মো. গোলাম রহমান। তিনি বলেন, অনেকেই বড় বড় কথা বলেন।

এসব কথার কোনো বাস্তবতা নেই। মানুষ যা কিছুই করতে চায় তার জন্য প্রয়োজন টাকা। এজন্য ছোট কালেই শিশুদের মধ্যে আয়ের মাইন্ড সেট করে দিতে হবে।
 
বুধবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আগামী ৯ থেকে ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মানি উইক-২০১৫’ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
 
গ্লোবাল মানি উইক উদযাপনের উদ্দেশ্য সম্পর্কে ড. মো. গোলাম রহমান বলেন, আয়ের মানসিকতা ছোট বেলা থেকেই তৈরি করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণত ৩০ বছরের আগে মানুষ আয়ের চিন্তা করে না। কারণ শিক্ষার্থীদের লেখাপড়া শেষ করতেই ৩০ বছর লেগে যায়। এরপর তারা আয়ের চিন্তা করেন।
 
তিনি বলেন, আমদের এমন অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। মনে রাখতে হবে আপনি যাই করতে চান, তার জন্য আপনার প্রয়োজন হবে টাকা। টাকা ছাড়া কিছুই করা সম্ভব না। তাই শিক্ষার্থীদের মধ্যে ছোট বেলা থেকেই আয়ের মাইন্ড সেট করে দিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখেই গ্লোবাল মানি উইক উদযাপনের আয়োজন করা হচ্ছে।
 
আপনারা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করতে চান না-কি আয়ের মানসিকতা সৃষ্টি করতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, আমরা অনেকেই বড় বড় কথা বলি। কিন্তু এসব কথার কোনো বাস্তবতা নেই। আমাদের উচিত বাস্তবতার সঙ্গে সমন্বয় রেখে কথা বলা এবং চিন্তা করা। মনে রাখতে হবে আমাদের আয়ের ব্যবস্থা করতেই হবে। আর এ আয়ের মানসিকতা ছোট বেলা থেকেই গড়ে উঠা উচিত। সঙ্গে সঞ্চয়ও করতে হবে।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুম ইকবাল, শিক্ষক সৈয়দ রায়হান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক কে এম হাসান রিপন প্রমুখ।
 
গ্লোবাল মানি উইক’র বিষয়ে বলা হয়, প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল’র (সিওয়াইএফিআই) উদ্যোগে বিশ্বব্যাপী গ্লোবাল মানি উইক কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘গ্লোবাল মানি উইক-২০১৫’ শীর্ষক সপ্তাহব্যাপী অনুষ্ঠানে থাকবে, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্কশপ ও সেমিনার, মাইন্ড ম্যাপিং, শিল্পকারখানা পরিদর্শন, মানি মডিজিয়াম পরিদর্শন, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও তরুণ উদ্যোক্তাদের পুরুস্কৃত করা। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের আমন্ত্রণ জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 
৯ মার্চ সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, ব্রিটিশ কাউন্সিল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ও হাইপার টেক লিমিটেড আয়োজনের সাপোর্ট পার্টানার হিসেবে থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।