ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পানি লবণমুক্তকরণে রুশ পারমাণবিক শক্তি প্রযুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
পানি লবণমুক্তকরণে রুশ পারমাণবিক শক্তি প্রযুক্তি

ঢাকা: বিশ্বব্যাপী বিশুদ্ধ পানির অপ্রতুলতার প্রেক্ষাপটে বাণিজ্যিকভাবে পানির লবণমুক্তকরণে পারমাণবিক শক্তির ব্যবহারে সাফল্য অর্জন করেছে রাশিয়া।

বড় আকারের পারমাণবিক বিদ্যুৎপ্রকল্পের সঙ্গে লবণমুক্তকরণ সুবিধা সমন্বয় করার মাধ্যমে এটা সম্ভব হয়েছে বলে বুধবার এক বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, পানি লবণমুক্তকরণ বিষয়ে রুশএটম ওভারসিজ বিশেষজ্ঞ কাউন্সিলের সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় সভায় রাশিয়ার পারমাণবিক শিল্পের একটি নতুন পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে নতুন এ প্রযুক্তিকে।

লবণমুক্তকরণ ব্যবস্থার বাণিজ্যিক মডেল এবং লবণমুক্ত পানির মেডিকেল ও বায়োলজিক্যাল দিকগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

রুশ রাষ্ট্রীয় কর্পোরেশন রসএটমের আন্তর্জাতিক বিপণন অঙ্গ সংস্থা রসএটম ওভারসিজের প্রধান নির্বাহী ঝোমার্ট আলিয়েভ জানিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী, বিশ্ববাজারে রুশ ভিভিইআর চুল্লি ব্যবহারকারী বৃহৎ পারমাণবিক বিদ্যুৎপ্রকল্পে লবণমুক্তকরণ সুবিধা সংযুক্তির ব্যাপক সুযোগ রয়েছে।

উদাহরণ দিয়ে বিবৃতিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি মিসর ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত এক চুক্তিতে লবণমুক্তকরণ কমপ্লেক্সসহ একটি পারমাণবিক বিদ্যুৎপ্রকল্পের নকশা প্রণয়নের উল্লেখ রয়েছে। তাদের অন্যান্য সম্ভাব্য গ্রাহকরাও এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

ঝোমার্ট আলিয়েভ বলেন, একটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের সঙ্গে সংযুক্ত এমন একটি লবণমুক্তকরণ কমপ্লেক্স প্রতিদিন এক লাখ ৭০ হাজার ঘনফুট পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদন করতে সক্ষম।

তিনি বলেন, আমরা ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প ও ভাসমান বিদ্যুৎপ্রকল্পের সঙ্গে লবণমুক্তকরণ ব্যবস্থা সমন্বয়ের ব্যাপারে নজর দিয়েছি।

লবণমুক্তকরণ ব্যবস্থায় রসএটম মাল্টিপল ইফেক্ট ডিস্টিলিশন (এমইডি) প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি মূলত সমুদ্রের পানির প্রাকৃতিক বাষ্পীভবন ও ঘণকরণ প্রক্রিয়ার মতো।

অন্যান্য লবণমুক্তকরণ প্রযুক্তির মতো এমইডিতেও প্রচুর শক্তির প্রয়োজন হয়। এ জাতীয় প্রকল্পের অবিরাম পরিচালনার জন্য দরকার শক্তিপ্রাপ্তির নিশ্চয়তা।

বর্তমানে কাজাখস্তানের কাস্পিয়ান সাগর তীরবর্তী আক্তাই শহরে এমন একটি লবণমুক্তকরণ প্রকল্প চালু রয়েছে। এটিকে তিন সার্কিট বিশিষ্ট বিএন-৩৫০ রি-অ্যাক্টরের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রকল্পটির দৈনিক উৎপাদন ক্ষমতা এক লাখ ২০ হাজার ঘনফুট বিশুদ্ধ পানি।

দূরবর্তী অঞ্চলে বিশুদ্ধপানি ও বিদ্যুৎ সরবরাহের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প নিয়েও কাজ করছে রাশিয়া। ‘একাডেমিক লামানোসভ’ নামে এমনই একটি ভাসমান বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এটিতে প্রতিটি ৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক চুল্লি স্থাপন করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রায় ২০০ কোটি লোক বিশুদ্ধ পানির প্রাপ্যতা থেকে বঞ্চিত। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও আফ্রিকায় এ সমস্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

সে পরিপ্রেক্ষিতে এ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার যে কোনো দেশের বিশুদ্ধপানির প্রাপ্যতা পূরণে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।