ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের আরও ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
সিটি ব্যাংকের আরও ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: দেশের চার ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংকের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।



যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক হেড অব এসএমই বদরুদ্দোজা চৌধুরী, হেড অব মার্কেটিং সাদাত আহমেদ খান, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নুরুল আজম মজুমদার ও রিলেশনশিপ ম্যানেজার এস এম আশিক আল মেহেদী।

দুদকের উপ পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।


দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এর মধ্যে সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এর আগে এ ঘটনায় সিটি ব্যাংকের ১৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সিটি ব্যাংক ছাড়াও বেসিক ব্যাংক থেকে ৭শ’ ৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১শ’ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১শ’ ৫২ কোটি ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে।

এর বেশিরভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। ব্যাংকের ঋণের নথিতে উল্লেখিত ঠিকানার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এলে, পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।