ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এআইবিএল ক্যাপিটাল মার্কেটের ৫ম এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
এআইবিএল ক্যাপিটাল মার্কেটের ৫ম এজিএম অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিডেডের সহযোগী প্রতিষ্ঠান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা(এজিএম)সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের পরিচালক আলহাজ্জ হারুন-অর-রশীদ খান, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুস সামাদ, আলহাজ্জ আব্দুস সালাম, আলহাজ্জ নিয়াজ আহমেদ, ফরিদ আহমেদ, আলহাজ্জ মোহাম্মদ মাহ্তাবুর রহমান, খন্দকার সাকিব আহমেদ, মোল্লা মাযহারুল মালেক, মোঃ লিয়াকত আলী চৌধুরী, মোঃ রফিকুল ইসলামের পক্ষে ডাঃ মোঃ শফিউল হায়দার চৌধুরী, মিসেস সামছুন নাহার বেগমের পক্ষে মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ ফজলুর রহমান, মোঃ আনোয়ার হোসেন(প্রতিনিধি: ইসলামী কমার্শিয়াল ইনসুরেন্স কোঃ লিঃ), আলহাজ্জ খলিলুর রহমান (প্রতিনিধি: কে.ডি.এস. গার্মেন্টস লিঃ) এর পক্ষে সরকার মোহাম্মদ শামীম ইকবাল, মোঃ রেজাউর রহমান (প্রতিনিধি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড), শেয়ারহোল্ডার আলহাজ্জ আহাম্মেদুল হক, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।