ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় ন্যায্য পাওনার দাবিতে কারখানায় তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
আশুলিয়ায় ন্যায্য পাওনার দাবিতে কারখানায় তালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): শিল্পাঞ্চল আশুলিয়ায় ন্যায্য পাওনার দাবিতে কারখানার ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার  ওশান গেট সোয়েটার্স লিমিটেড কারখানায় শ্রমিকরা তালা ঝুলিয়ে দেয়।



বিক্ষুদ্ধ শ্রমিকরা বাংলানিউজকে জানান, এদিন বিকেলে কোনো কারণ ছাড়াই হঠাৎ কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। এজন্য শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার দাবিতে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে ভিতরে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শেয়ার বিল্ডিংয়ে কারখানাটির অবস্থান হওয়ায় বিদেশি বায়ারদের কার্যাদেশ পাওয়া যাচ্ছে না। একারণেই কারখানার ফটকে বাংলাদেশ শ্রমিক আইন ২০০৬ এর ২০ ধারা অনুসারে প্রয়োজনের অতিরিক্ততার কারণে শ্রকিদের ছাটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, শ্রমিক বিক্ষোভের ঘটনায় কারখানায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।