ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যক্তিখাত উৎসাহী প্রকল্প নিতে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ব্যক্তিখাত উৎসাহী প্রকল্প নিতে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশনা পরিকল্পনামন্ত্রী আ হ ম ম‍ুস্তফা কামাল

ঢাকা: ব্যবসাবান্ধব ব্যক্তিখাতকে উৎসাহী করবে এমন প্রকল্প নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম ম‍ুস্তফা কামাল।

রোববার (০৮ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।



সব মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা অনু বিভাগ প্রধানদের সঙ্গে এ বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, সারাদেশে প্রকল্প বণ্টন যাতে সুষম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া উপকূলীয় এলাকা, নদী ভাঙন, হাওর-বাওর, পার্বত্য অঞ্চল এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দিকেও বিশেষ নজর দিতে হবে।

‘এজন্য ব্যবসাবান্ধব ব্যক্তিখাত উৎসাহী করে এধরনের প্রকল্প গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা বেসরকারি খাতের সহযোগিতা নিতে পারি,’—বলেন তিনি।

বৈঠকে পরিকল্পনা সচিব সফিকুল আজম, সাধারণ অর্থনৈতিক বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ূন খালিদ প্রমুখ  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।