ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিএল’র ঢাকা মহানগরী ভলিবল লীগের পুরস্কার বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
এনবিএল’র ঢাকা মহানগরী ভলিবল লীগের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ-২০১৫ এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) ভলিবল স্টেডিয়ামে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের চ্যাম্পিয়ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও রানার্স আপ তিতাস ক্লাবের হাতে ট্রফি তুলে দেন।



ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২২-২৫, ২৬-২৪, ২৫-১২ ও ১৮-১৬ পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে বর্ডার গার্ড বাংলাদেশ তৃতীয় ও বাংলাদেশ পুলিশ চতুর্থ স্থান লাভ করে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও এসভিপি মো. জাহাঙ্গীর বিন হামিদ, ভিপি মীর মোশাররফ হোসেন ও এসএভিপি মো. জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।