ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অভিন্ন ভ্যাট রীতি চালু হচ্ছে জুলাই থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
অভিন্ন ভ্যাট রীতি চালু হচ্ছে জুলাই থেকে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অভিন্ন ভ্যাট রীতি চালু হচ্ছে ২০১৬ সালের জুলাই থেকে। এর আওতায় যে কোনো দ্রব্য বা পণ্যে একটি নির্দিষ্ট ভ্যাট অংক থাকবে।



সোমবার (০৯ মার্চ) বিকেলে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।

তিনি জানান, বর্তমানে বিভিন্ন পণ্য-দ্রব্যে বিভিন্ন রকমের ভ্যাট রয়েছে। যা একটি নির্দিষ্ট অংকে রাখা হবে। তবে অভিন্ন ভ্যাট অংক কত হচ্ছে এ প্রসঙ্গে বাজেট অধিবেশনে কথা বলবেন অর্থমন্ত্রী।

বৈঠকে অর্থমন্ত্রী আরও জানান, ৩৬ লাখ টাকার নিচে যাদের বার্ষিক আয় তাদের আর ভ্যাট দিতে হবে না। ভ্যাট আইন বাস্তবায়নের আগেই বিশেষ এ ছাড় পাচ্ছেন ব্যবসায়ীরা। এরআগে বার্ষিক এই লেনদেনের সীমা ছিল ২৪ লাখ টাকা।

এ বিষয়ে অতি দ্রুত একটি আদেশ জারি করবে অর্থমন্ত্রণালয় বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে, জুনের মধ্যে দুই কিস্তিতে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করবে ইসিএফ বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।