ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ওয়ান ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঢাকা: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সব নারী কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম নারীর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কেক কেটে দিনটি উদযাপন করেন এবং উপস্থিত নারীকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ওই অনুষ্ঠানে ব্যাংকের নারী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জোহরা বিবি, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।