ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্যামেলকো সম্মেলন শুরু ২৬ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ক্যামেলকো সম্মেলন শুরু ২৬ মার্চ

ঢাকা: মানি লন্ডারিং প্রতিরোধে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ক্যামেলকো সম্মেলন শুরু হবে আগামী ২৬ মার্চ। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৮ মার্চ পর্যন্ত।


 
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সম্মেলন ছাড়াও মানি লন্ডারিংয়ে নিয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গর্ভনরের আলাদা বৈঠক হবে।
 
এ সময় নারীর ক্ষমতায়ন, উন্নয়নে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকের এসএমই ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন গর্ভনর। এতে বিভিন্ন এনজিও, নারী উদ্যোক্তা ও উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
 
সংশ্লিষ্ট স‍ূত্রে জানা গেছে, ক্যামেলকো সম্মেলনে ব্যাংকগুলোর কাছে শীর্ষ গ্রহীতাদের অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হবে। এজন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজ্যান্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোর করপোরেট ও বড় শাখার শীর্ষ গ্রহীতার হিসাব লেনদেন তদারকির মাধ্যমে সন্দেহজনক লেনদেন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।