ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ মাস পর তিনখাতেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
৮ মাস পর তিনখাতেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছবি : প্রতীকী

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে এবারই প্রথম মাসিক ভিত্তিতে একসঙ্গে তিন খাতেই মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে সাধারণ মানুষকে জীবনযাত্রায় বাড়তি বোঝা টানতে হবে।



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, ২০১৪-১৫ অর্থবছরের ফেব্রুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। জানুয়ারিতে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

খাদ্যপণ্যেও মূল্যস্ফীতির হার বেড়েছে। জানুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৭ শতাংশ, কিন্তু ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১১ শতাংশ।

মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাকসব্জি, ফল, মসলা, দুগ্ধজাতীয় পণ্য এবং অন্যান্য খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ঊর্ধমুখী।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সংবাদ সম্মেলন করে হালনাগাদ এ তথ্য প্রকাশ করে।   রাজধানীর শেরে বাংলানগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য প্রকাশ করা হয়।

এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বছরের শুরুতে বাড়ি ভাড়া, শিক্ষাখাতে খরচ বেড়ে যায়। যে কারণে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে।

খাদ্যপণ্যে মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে স্বাভাবিক অবস্থা
বিরাজ করছে না। তাই বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সামান্য মূল্যস্ফীতি হয়েছে।

তবে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পেছনে কিছুটা যৌক্তিকতা খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা। এর প্রভাবে এবারই প্রথম তিনখাতেই মূল্যস্ফীতির হার ঊর্ধমুখী হয়েছে।

খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতির হার চড়া। জানুয়ারি মাসে খাদ্য
বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার হয়েছিল ৬ দশমিক ০১ শতাংশ। অথচ একমাসের ব্যবধানে ফেব্রুয়ারিতে এ হার হয়েছে ৬ দশমিক ২০ শতাংশ।

বিবিএস’র মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, ফেব্রুয়ারিতে পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থ‍ালি, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার ঊর্ধম‍ুখী হয়েছে।

ফেব্রুয়ারিতে গ্রামাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮১ শতাংশ। এখানে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭২ এবং খাদ্যবহির্ভূত সূচকে হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে, ফেব্রুয়ারিতে শহরে মূল্যস্ফীতি হয়েছে  ৬ দশমিক ৬২ শতাংশ যা, জানুয়ারিতে ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ। খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ, জানুয়ারিতে যা ছিল ৬ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।