ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছাগলনাইয়া স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ছাগলনাইয়া স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে অর্ধদিবস ধর্মঘট পালন করছে স্বর্ণ ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকালে উপজেলার ৩৫টি দোকানের স্বর্ণ ব্যবসায়ীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দোকান বন্ধ রাখে।

স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সর্বস্তরের ব্যবসায়ীরা প্রতিবাদ ও বিক্ষোভ সভায় অংশ গ্রহণ করেন।

ছাগলনাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু আহম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মো. ইউছুপ ও সাধারণ সম্পাদক কাজি আবু সাঈদ মিনু, নিজাম উদ্দিন ও ভুলু মজুমদার প্রমুখ।   

ব্যবসায়ীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন।

সোমবার রাতে দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ী জসিম উদ্দিন পাটোয়ারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দোকানের চাবি ছিনতাই করে। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।