ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি- ইমপেরিয়াল হসপিটাল চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ইউসিবি- ইমপেরিয়াল হসপিটাল চুক্তি সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লিড এ্যারেঞ্জার হিসাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ইমপেরিয়াল হসপিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

চট্টগ্রামে ৩৫৩ শয্যাবিশিষ্ট টারশিয়ারি কেয়ার ও রেফারেল হাসপাতাল প্রতিষ্ঠার অর্থায়নের লক্ষ্যে ২৫০ কোটি টাকার সিন্ডিকেট টার্ম লোন সুবিধা বিষয়ক এ চুক্তি সই হয়।



সম্প্রতি রাজধানী ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই চুক্তিতে অংশীদারী হিসাবে আরো ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল।

লিড এ্যারেঞ্জার হিসাবে ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং ইমপেরিয়াল হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী চুক্তিতে সই করেন।

অন্যান্য স্বাক্ষরকারী লেন্ডারবৃন্দ হলেন- ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে, শামসি তাবরেজ; শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারমান আর. চৌধুরী; স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সালেহিন; এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস; বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী এ, এস, এম, আনিসুল কবির এবং ফারইস্ট ফিন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হাফিজুর রহমান।
   
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই ও স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম, এ, হাসেম; পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান, নুরুল ইসলাম চৌধুরী; ইমপেরিয়াল হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল ইসলাম; প্রতিনিধি পরিচালক ও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।