ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম ভরিতে কমেছে ১,৪৯৩ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
স্বর্ণের দাম ভরিতে কমেছে ১,৪৯৩ টাকা ফাইল ফটো

ঢাকা: বৃদ্ধি পাওয়ার দেড় মাসের মধ্যে আবার কমলো স্বর্ণের দাম। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে এক হাজার ৪শ’ ৯৩ টাকা।



বুধবার (১১ মার্চ) থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্ধারণ করা এই নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৪ হাজার ৫২১ টাকা দরে। গত ২২ জানুয়ারি থেকে এদিন পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৬ হাজার ১৪ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৩ হাজার ৯১৫ টাকার বদলে ৪২ হাজার ৪২১ টাকা দরে বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৫ হাজার ৭৭৩ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৩৭ হাজার ২৬৬ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৫ হাজার ৫৪৪ টাকার বদলে এখন তা ২৪ হাজার ৮৬ টাকায় বিক্রি হবে।

এছাড়া রূপার দামও কমেছে। আগে প্রতি ভরি রূপার দাম ছিল এক হাজার ১০৮ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়। রূপার দাম প্রতি ভরিতে কমেছে ৫৮ টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।