ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জালিয়াতি ঠেকাবে অনটাইম পাসওয়ার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
জালিয়াতি ঠেকাবে অনটাইম পাসওয়ার্ড

ঢাকা: ব্যাংকগুলোর অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে অনটাইম (ডাইনামিক) পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক ডাটা সিকিউরিটি প্রতিষ্ঠান ভাসকো’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড্যান ডেকা।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট মিলনায়তনে (বিআইবিএম) ‘ই-ব্যাংকিংয়ের নিরাপত্তা বাড়ানো এবং গ্রাহকদের জালিয়াতি থেকে দূরে রাখা’ শীর্ষক কর্মশালায় তিনি এ পরামর্শ দেন।



অনটাইম পাসওয়ার্ড মূলত একটি ডায়নামিক পাসওয়ার্ড বলে জানা যায়। গ্রাহকের ব্যাংক হিসাব খোলার সময় ব্যাংক থেকে একটি বিশেষ ধরনের যন্ত্র দেওয়া হয়। যাতে প্রতিবার অনলাইন লেনদেনের পর স্বয়ংক্রিয় ভাবে পাসওয়ার্ড তৈরি হতে থাকে।

এক্ষেত্রে গ্রাহক অনলাইন লেনদেনের সময় মূল পাসওয়ার্ডের পাশাপাশি অনটাইম (ডাইনামিক) পাসওয়ার্ড অর্থাৎ দুটি পাসওয়ার্ড ব্যবহার করে। ফলে  গ্রাহকের মূল পাসওয়ার্ড হ্যাক হলেও টাকা তুলে নেওয়া কঠিন হয়।

বিআইবিএম’র তথ্য অনুযায়ী এদেশে ৭৮ শতাংশ ব্যাংক বিভিন্ন ধরনের সনাক্তকরণ সংক্রান্ত ঝুঁকিতে রয়েছে। এক্ষেত্রে ডাইনামিক পাসওয়ার্ড অত্যন্ত কার্যকর হবে। এটা দুই-ধাপ প্রমাণীকরণের (টু স্টেপ অথেনটিফিকেশন) চেয়েও বেশি শক্তিশালী পদ্ধতি।

এ কর্মশালায় পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, ইদানিং বিভিন্ন ব্যাংকে অনলাইন জালিয়াতির ঘটনা ঘটছে। অনেক সময় একজন কর্মকর্তা অন্য কর্মকর্তার সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করেন এবং সেখান থেকেই এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটছে বলেও জানান তিনি।

এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বিআইবিএম’র অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো. আহসান হাবিব, ভাসকোর দেশীয় ব্যবস্থাপক ভিকরম গিদওয়ানি এবং প্রাইম ব্যাংকের ইনফরমেশন টেকনোলজির ইনচার্জ মশিউল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।