ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক স্তরে ভ্যাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
এক স্তরে ভ্যাট ছবি : জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) এক স্তরে থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বুধবার (১১ মার্চ’২০১৫) সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


 
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ভ্যাট স্তর চালু রয়েছে। নতুন আইনে ব্যবসায়ীরা বিক্রির ওপর ভ্যাট স্তর চালুর দাবি জানিয়েছেন। কিন্তু তা আন্তর্জাতিক মানদণ্ডের নয়। এতো স্তর চালু সম্ভব নয়। তবে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে এক স্তর ভ্যাট ব্যবস্থা চালু থাকবে।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ভ্যাট প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের জন্য যে বার্ষিক টার্নওভার সীমা ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকার ঊর্ধ্বে করা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, মূসক রাজস্ব আদায়ের বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান মূসক ব্যবস্থা স্বচ্ছ নয়। মূসক ব্যবস্থাকে যুগোপযোগী করতে নতুন আইন কার‌্যকর হবে।
 
তিনি আরও বলেন, আমাদের দেশে রাজস্ব না দেওয়া পুরনো অভ্যাস। জাতীয় আয়ের মাত্র ১১-১২ শতাংশ রাজস্ব থেকে আসে। পাশ্ববর্তী দেশে ১৪ শতাংশ, উন্নত দেশে আসে তা ৩২-৩৪ শতাংশ। আমাদের দেশে আয়কর পরিধি বাড়ছে। আগামীতে মূসক ও আয়কর হবে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত।

সেবাখাত থেকে যে মূসক আদায় করা হয় তা বাড়বে বলেও জানান মুহিত।

ব্যবসায়ীরা নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা সহযোগিতা করবে। তাদেরকে ভালো ব্যবহার, সুযোগ দিতে হবে। ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে। বন্ধু ভাবতে হবে।

উগাণ্ডা যদি পারে তাহলে বাংলাদেশও পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান নতুন মূসক আইন সম্পর্কে বলেন, নতুন আইন বাস্তবায়নে তড়িঘড়ি নয়, ব্যবসায়ীদের বুঝিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫/আপডেটেড- ১৩০৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।