ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্ব নারী দিবসে ভিটের ক্যাম্পেইন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
বিশ্ব নারী দিবসে ভিটের ক্যাম্পেইন ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ভিট আয়োজন করে 'ভিট বিউটিফুল অ্যান্ড কনফিডেন্ট ক্যাম্পেইন' ক্যাম্পেইন। নারীদের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এই ক্যাম্পেইনে ৫০০ জনের বেশি সফল নারী অংশ নেয়।



ভিট সৌন্দর্যের অনুভূতির অনুপ্রেরণা থেকে নারীদের সৌন্দর্য তুলে আনার জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে 'ভিট-চ্যানেল আই টপ মডেল‘ প্রতিযোগিতা। হেয়ার রিমুভাল ক্রিম ভিট এবং চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা হয়ে থাকে।

এতে সেরা ১০ প্রতিযোগী আগামী এক বছর ভিটের সব পণ্য ফ্রি পেয়ে থাকে। টপ মডেল পুরস্কার হিসেবে পায় ৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানের মডেল পায় যথাক্রমে তিন ও দুই লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।