ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চান্দনা-মিরপুরে এসবিএসি ব্যাংকের এটিএম সেবা চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
চান্দনা-মিরপুরে এসবিএসি ব্যাংকের এটিএম সেবা চালু ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ও রাজধানীর মিরপুর ১০ নং গোলচক্কর সংলগ্ন গ্যালাক্সি হাসপাতাল ভবনে এটিএম (অটোমেটেড টেলর মেশিন) সেবা চালু করেছে বেসরকারিখাতের সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স(এসবিএসি) ব্যাংক লিমিটেড।

সম্প্রতি এ দু’টি এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালাক এ,কে, এম, আশরাফ উদ্দিন খান, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।