ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সম্পন্ন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সম্পন্ন ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জুনিয়র অফিসারদের ২০তম ব্যাচের ফাউন্ডেশন কোর্স সম্পন্ন হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ কোর্স সম্পন্ন হয়।

এতে ব্যাংকের ৩৫ জন জুনিয়র অফিসার (জেনারেল) অংশ নেন।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর বিন হামিদ।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হরিনারায়ন দাস ও ফারজানা হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।