ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরায় আইসিটি ট্রেনিং: ১০৯ কর্মকর্তা পুরস্কৃত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
বসুন্ধরায় আইসিটি ট্রেনিং: ১০৯ কর্মকর্তা পুরস্কৃত পুরস্কার বিতরণ করছেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

ঢাকা: বসুন্ধরা গ্রুপ আয়োজিত আইসিটি ট্রেনিং সফলভাবে সম্পন্ন করায় গ্রুপের ১০৯ জন কর্মকর্তাকে পুরস্কৃত করলেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পুরস্কার বিতরণ করেন।


Safwan_sobhan_02
প্রথম পুরস্কার ঢাকা-থাইল্যান্ড-ঢাকা ফ্লাইট টিকিট (ফ্যামিলি), দ্বিতীয় পুরস্কার একটি করে স্যামস্যাং গ্যালাক্সি ট্যাব (১৩টি) এবং তৃতীয় পুরস্কার নগদ অর্থ (৯৫টি)।
Safwan_sobhan_01
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আতিকুজ্জামান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।