ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি বিশেষ প্রতিনিধিদল ‘বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের’ কারখানা পরিদর্শন করেছে।

শনিবার (১৫ মার্চ) দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাঁওয়ে অবস্থিত এ কারখানা পরিদর্শনকালে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রকৌশলী প্রদীপ কুমার সিনহা, পরিচালক, আইডিটিএস ও প্রকল্প পরিচালক।



পাঁচ সদস্যের প্রতিনিধিদলের অন্যরা হলেন- প্রকৌশলী মো. লিয়াকত আলী, ডেপুটি চিফ (পরিকল্পনা), প্রকৌশলী মো. ফয়সাল ইমরান, ডেপুটি সেক্রেটারি, প্রকৌশলী ফয়জুল্লাহ খান, সহকারী প্রকল্প পরিচালক এবং প্রকৌশলী নাজিম উদ্দিন আহমেদ (পরামর্শক), আধুনিক ময়দা মিল প্রকল্প, পোস্তগোলা, ঢাকা।

প্রতিনিধিদলটি ওই দিন দুপুর ১২টার দিকে কারখানায় আসে। এ সময় তাদের অভ্যর্থনা জানান কারখানার বিভাগীয় প্রধান প্রকৌশলী ইন্দ্রজিৎ কুমার মহলানবীশ, লিওনার্দো ডি বারতলো (মিলার), মেজর (অব.) মো. মোহসিনুল করিম, মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানবসম্পদ, আরভিপি, বিএসইএল অ্যান্ড বিএফবিআইএল, আতিক উজ জামান খান, মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানবসম্পদ, করপোরেট শাখা এবং মো. জাহানে আলাম শিমুল, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)।

পরে কারখানার কনফারেন্স হলে সংক্ষিপ্ত আলোচনা সভায় মেজর (অব.) মো. মোহসিনুল করিম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কারখানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শনকালে কারখানার উৎপাদন কার্যক্রমসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তারা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শস্য সংরক্ষণাগারের সর্বাধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়া দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।