ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মৃত পোশাক শ্রমিকদের পরিবারকে বিজিএমইএ’র অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
মৃত পোশাক শ্রমিকদের পরিবারকে বিজিএমইএ’র অর্থ সহায়তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মৃত ৫১ জন পোশাক শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪ টার পর বিজিএমইএ ভবনের নূরুল কাদের অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়।



এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামসহ বিজিএমইএ’র অন্যান্য পরিচালকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের দেশের অর্থনীতির প্রধান হাতিয়ার হলেন কৃষক-শ্রমিকেরা। বিশেষ করে পোশাক শ্রমিকেরা এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

তিনি আরো বলেন, শ্রমিকদের অধিকারের প্রতি মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।