ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওরিয়েন্টাল ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ৫জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ওরিয়েন্টাল ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ৫জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ঢাকা: ভূয়া চলতি ও ঋণ হিসাব খুলে জালিয়াতির মাধ্যমে সাড়ে ৭ কোটি আত্মসাতের অভিযোগে সাবেক  দি ওরিয়েণ্টাল ব্যাংকের(বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) চার শীর্ষ কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বৃহস্পতিবার(১৯ মার্চ’২০১৫) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে ওই চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দেওয়া হয়েছে।

শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদকের উপপরিচালক(জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক ওরিয়েন্টাল ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এভিডি ও ম্যানেজার মো. তারিকুল ইসলাম খান, একই শাখার ম্যানেজার ও এসএভিপি মুশতাক আহমদ, প্রধান কার্যালয়ের  সিনিয়র এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট(এসএভিপি) মো. মঞ্জুরুল আলিম, প্রধান কার্যালয়ের এফসিডি শাখার এসিসটেন্ট এক্সিকিউটিভ অফিসার সাইফুল আজিজ পাভেল ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার দারোগা বাড়ি গ্রামের বাসিন্দা এ. এস. মাহবুবুল আনাম।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরষ্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স অরবিট ইন্টারন্যাশনালের নামে ভুয়া চলতি ও ঋণ হিসাব খুলে মোট ৭ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৬৩৪ টাকা আত্মসাত করেন। এর মধ্যে ইন্টার ব্রাঞ্চ ক্রেডিট এ্যাডভাইসের (আইবিসিএ) বিপরীতে পাঁচ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা ও ভুয়া ঋণ হিসাবের বিপরীতে ২ কোটি ৫ লাখ ৯ হাজার ৬৩৪ টাকা উত্তোলণ করেছেন।

দুদকের তদন্তে অর্থ আত্মসাতের ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড-বিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(এ)/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটির চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

২০১৪ সালের ২৩ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি(মামলা নং ৩৭) দায়ের করা হয়েছিল। প্রায় এক বছর পর তদন্ত শেষে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম মামলার তদন্ত প্রতিবেদন জমা দিলে কমিশন বৃহস্পতিবার  চার্জশিট অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।