ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে সরিষা উৎপাদনের লক্ষমাত্রা পূরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
রংপুরে সরিষা উৎপাদনের লক্ষমাত্রা পূরণ

রংপুর: চলতি বছর রংপুর বিভাগে সরিষা উৎপাদনের লক্ষমাত্রা পূরণ হয়েছে। ৬৫ হাজার সাতশ ২৭ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে বলে জানিয়েছে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

বিভাগের আট জেলায় ৫৭ হাজার একশ ৫৪ হেক্টর জমিতে সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছিল ৬৫ হাজার সাতশ ২৭ মেট্রিক টন।

একইসঙ্গে গত বছরের চেয়ে এবার সরিষা চাষের জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার চারশ ৫ হেক্টরে।

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জুলফিকার হায়দার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ অঞ্চলে আগাম আমন ধান চাষ শেষে পরবর্তী রবি ফসলের আগে আর একটি অতিরিক্ত ফসল চাষের সুযোগ রয়েছে। অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ লাভ জনক। এছাড়া সরিষা চাষে খুব বেশি সেচ প্রয়োজন হয় না, পরিচর্যা তেমন লাগে না তবে লক্ষ্য রাখতে হয় জমিতে যেন পোকামাকড় আক্রান্ত না হয়।

চলতি বছর রংপুরে ৫ হাজার পাঁচশ ৩০ হেক্টর, গাইবান্ধায় ৭ হাজার ৯০ হেক্টর, কুড়িগ্রামে ১৩ হাজার ২১ হেক্টর, লালমনিরহাটে এক হাজার ৬’শ ২০ হেক্টর, নীলফামারীতে ৩ হাজার ৬’শ ৯৮ হেক্টর, দিনাজপুরে ১৪ হাজার আটশ হেক্টর, ঠাকুরগাঁওয়ে ৯ হাজার আটশ হেক্টর এবং পঞ্চগড়ে এক হাজার পাঁচশ ৯৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।