ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিয়মিত ঋণ পরিশোধে ১০% রিবেট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
নিয়মিত ঋণ পরিশোধে ১০% রিবেট

ঢাকা: নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকরা আদায়যোগ্য সুদ বা মুনাফার ১০ শতাংশ মওকুফ (রিবেট) সুবিধা পাবেন। বৃহস্পতিবার(১৯ মার্চ’২০১৫)বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার জন্য এর কপি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী ফিরোজ বিন আলমের সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান ঋণের ক্ষেত্রে ৩ বছর একাদিক্রমে নিয়মিত ঋণ পরিশোধ সাপেক্ষে ৩য় বছরান্তে ভালো ঋণ গ্রহীতার হিসাবের বিপরীতে উক্ত বছরে আদায়কৃত সুদ বা মুনাফার কমপক্ষে ১০ শতাংশ অব্যাহতি (রিবেট) দিতে হবে। পরবর্তী বছরগুলোতে ভালোগ্রহীতা হিসেবে চিহ্নিত থাকলে এ সুবিধা অব্যাহত রাখতে হবে। এদের ক্ষেত্রে প্রয়োজন হলে বর্ধিত ঋণ সুবিধাও প্রদান করতে হবে।

একইভাবে তলবী ও মেয়াদি ঋণ গ্রহীতাদের ক্ষেত্রেও এসব সুবিধা দিতে হবে। এছাড়া ব্যাংকগুলো বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ঋণগ্রহীতাদের পুরস্কৃত করে সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন বিবেচনা করার মাধ্যমে উত্সাহিত করার ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা দেওয়া প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের ঋণ আদায় ও দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য ঋণ পুনঃতফসিল, পুনর্গঠনসহ বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে থাকে। এসব সুবিধার পাশাপাশি ব্যাংকগুলো নিজস্ব নীতিমালার আলোকেও তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা প্রদান করছে।

কিন্তু ভালো ঋণগ্রহীতাদেরকে উত্সাহিত করার জন্য কোন ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করার নীতিমালা নেই। এ প্রেক্ষিতে দেশে উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন তাদেরকে অতিরিক্ত কিছু সুবিধা প্রদানের মাধ্যমে উত্সাহিত করার প্রয়োজন রয়েছে। তাই ভালো ঋণগ্রহীতাদের চিহ্নিত করে তাদেরকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।