ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নত গ্রাহক সেবাই পূবালী ব্যাংকের অঙ্গীকার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
উন্নত গ্রাহক সেবাই পূবালী ব্যাংকের অঙ্গীকার

সিলেট: উন্নত গ্রাহক সেবাই পূবালী ব্যাংকের অঙ্গীকার বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে সিলেটে পূবালী ব্যাংকের দরগাগেইট শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর আনুষ্ঠানিক স্থানান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



পূবালী ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আহমদ শফী চৌধুরী, মনির উদ্দিন আহমদ, মঞ্জুরুর রহমান, আজিজুর রহমান, কবিরুজ্জামান ইয়াকুব, সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর, বিশিষ্ট শিক্ষাবিদ কবির এইচ চৌধুরী, নূরজাহান হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী,  ডা. আফরুজা বেগম শীলা প্রমুখ।

এর আগে, পূবালী ব্যাংকের পরিচালকদের পক্ষ থেকে মনির উদ্দিন আহমদ ফিতা কেটে পূবালী ব্যাংকের দরগাগেইট শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর রীজ টাওয়ারে স্থানান্তরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের প্রধান ও উপ মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর, মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপ মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, সিলেট শাখার প্রধান ও উপ মহাব্যবস্থপক মাহবুব আহমদ, চৌধুরী বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক সিআইআর কোরেশী, সিলেট স্টেডিয়াম শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, দরগাগেইট শাখার ব্যবস্থাপক অঞ্জন দাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।