ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
রাজশাহীতে সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে সেমিনার

রাজশাহী: রাজশাহীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন ও করদাতাদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ সেমিনারের আয়োজন করে।



সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কর অঞ্চলের কমিশনার সুনীল কুমার সাহা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা তপন চন্দ্র দে’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার এম. ফখরুল আলম ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মণি।

নতুন মূল্য কর ও সম্পূরক আইন-২০১২’র বাস্তবায়ন এবং অটোমেশন (স্বয়ংক্রিয়তা) সম্পন্ন হলে মূল্য সংযোজন করদাতাদের সুবিধাগুলো নিয়ে সেমিনারে বক্তারা আলোচনা করেন।

সেমিনারে রাজশাহী অঞ্চলের পাঁচশ করদাতা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।