ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিজস্ব ভবনে ফারইস্ট লাইফের প্রধান কার্যালয়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
নিজস্ব ভবনে ফারইস্ট লাইফের প্রধান কার্যালয়

ঢাকা: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় রাজধানীর তোপখানা রোডস্থ নিজস্ব ভবন ‘ফারইস্ট টাওয়ার’-এ স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটির বোর্ড চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ খালেক ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে স্থানান্তরিত প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন।



সম্প্রতি এ উপলক্ষে ফারইস্ট টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এবং কোম্পানির প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ খালেক।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হেমায়েত উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেলাল মিয়া ও পরিচালক প্রফেসর ডঃ ইফ্ফাৎ জাহান।

অনুষ্ঠানে কোম্পানিটির শরী’আহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।