ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

এডিপির অর্থ ছাড় বরাদ্দের ৫৪ দশমিক ৭ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
এডিপির অর্থ ছাড় বরাদ্দের ৫৪ দশমিক ৭ শতাংশ

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০১৪-২০১৫ অর্থবছরের ১৫টি প্রকল্পে ৯১ কোটি ২৬ লাখ ৮১ হাজার টাকা ছাড় করা হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এ ছাড় করা অর্থ মোট বরাদ্দের ৫৪ দশমিক ৭ শতাংশ।


 
চলতি অর্থবছরে মোট বরাদ্দ ১৬৬ কোটি ৮৬ লাখ টাকা।
 
মঙ্গলবার (২৪ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।
 
মন্ত্রণালয়ের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জানানো হয়, একই সময়ে ৬৩ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকা মূল্যমানের কাজ সম্পাদিত হয়েছে। যা ছাড় করা টাকার ৩৭ দশমিক ৮৬ শতাংশ।
 
এডিপিভুক্ত ১৫টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্প চলতি অর্থবছরে শেষ হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে ৪টি প্রকল্প শেষ হবে।
 
সভায় আরও জানানো হয়, এডিপিভুক্ত ১৫টি প্রকল্পের মধ্যে বস্ত্র পরিদফতর ৭টি প্রকল্প বাস্তবায়ন করছে।
 
প্রকল্পগুলো হলো- ৫৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাবনা টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্প, ১০৫ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে বরিশাল টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্প, ৪৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্প, ৮৪ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প, ৯৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প, ২২৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে খুলনা, চট্টগ্রাম, রংপুর ও নাটোরে ৪টি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন প্রকল্প এবং ৬২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে বরিশালের গৌরনদীতে ১টি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন প্রকল্প।
 
সভায় জানানো হয়, বস্ত্র পরিদফতর নিয়ন্ত্রিত এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের বস্ত্র খাতের এক্সিকিউটিভ পর্যায়ে দক্ষ বস্ত্র প্রকৌশলী সরবরাহ করার পাশাপাশি দেশে বস্ত্র প্রযুক্তিবিদদের শূন্যতা পূরণ করা সম্ভব হবে। আর দেশে বেকার যুব সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।
 
এডিপিভুক্ত আরো ৮টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ তাঁত বোর্ড ৩টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ২টি, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট ১টি, পাট অধিদফতর ১টি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ১টি প্রকল্প বাস্তবায়ন করছে।
 
এছাড়া বাংলদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ১টি প্রকল্প বাস্তবায়ন করছে।
 
সভায় ভারপ্রাপ্ত সচিব নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন।
 
সভায় অতিরিক্ত সচিব শামীমা সুলতানাসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।