ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফার্নিচার মেলায় টার্গেট বিদেশি ক্রেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ফার্নিচার মেলায় টার্গেট বিদেশি ক্রেতা ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ও দেশিয় আসবাবপত্রের ব্যাপক পরিচিতি করানোর লক্ষ্যে রাজধানীতে চতুর্থবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইনটেরিয়র ডেকোরেটর এক্সপো-২০১৫।

মঙ্গলবার (২৪মার্চ) যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে তিনদিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।



বুধবার মেলার দ্বিতীয় দিনে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের মেলার অন্যতম লক্ষ্যই বিদেশিদের কাছে দেশিয় ফার্নিচারের গুনাগুণ তুলে ধরা।
পারটেক্স ফার্নিচারের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হুসাইন বাংলানিউজকে বলেন, এবারের ফার্নিচার মেলার প্রধান উদ্দেশ্য বিদেশি ক্রেতাদের কাছে আমাদের পণ্য তুলে ধরা। এবার মেলায় পণ্যে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।

নাদিয়া ফার্নিচার লিমিটেড নতুন নতুন হোম ও অফিস ফার্নিচারের বাহার নিয়ে বসেছে মেলায়। বেড, সোফা ও চেয়ারের নতুন কিছু আইটেম প্রদর্শন করা হচ্ছে।
নাদিয়া ফার্নিচার লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এস এম রাকিব উদ্দিন বাংলানিউজকে বলেন, বিদেশি ক্রেতাদের উৎসাহী করার জন্যই আমাদের মেলা। মেলা উপলক্ষ্যে তেমন কোনো ছাড় দেওয়া হচ্ছে না। দেশি ক্রেতাদের পছন্দের বিষয়টিও দেখা হচ্ছে।

আকতার ফার্নিচারও নানা ধরনের ফার্নিচার প্রদর্শন করছে। লেদারের সোফা প্রদর্শন করা হচ্ছে। তিন আসন বিশিষ্ট একটি ও এক আসন বিশিষ্ট দুটি সোফা সেট দুই লাখ ৪০ হাজার টাকা দাম চাচ্ছে। এখানে সর্বনিম্ন ৪৪ হাজার ৯০০ থেকে সর্বোচ্চ ৭৯ হাজার টাকায় বেড পাওয়া যাচ্ছে। অপরদিকে একটি অফিস চেয়ার বিক্রি করা হচ্ছে ১২ হাজার ৪৬০ টাকায়।
 
মেলাটি যৌথভাবে আয়োজন করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট) ও বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।