ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২১ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২১ মে

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১৫।  

আগামী ২১ মে শুরু হবে এই মেলা।

চলবে ২৩ ম পর্যন্ত। মেলার আয়োজন করছে বাংলাদেশ পর্যটন উন্নয়ন ফোরাম।

পঞ্চমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন আয়োজকরা। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
 
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, পর্যটন অপারেটর, ট্রাভেল এজেন্ট, অভিবাদন ও অভ্যর্থনা কোম্পানি, বিমান সংস্থা, হাসপাতাল, ক্লাব, এয়ার এক্সপ্রেস কোম্পানি, ক্রুজ অপারেটর, হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট অ্যান্ড, হাউস সার্ভিস, অ্যাপার্টমেন্ট, জাতীয় ও আঞ্চলিক পর্যটন সংস্থা, ক্লিনিক, হস্তশিল্প, পরিবহন কোম্পানি, পর্যটন প্রকাশনা ও চলচ্চিত্র নির্মাতাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে।
 
বাংলাদেশ পর্যটন উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক রেজাউল একরাম বাংলানিউজকে বলেন, আগামী ঈদকে সামনে রেখে আন্তর্জাতিক এ পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে। যাতে করে দেশ ও দেশের বাইরে পর্যটন এলাকায় কম মূল্যে বিভিন্ন প্যাকেজে পর্যটকরা ঘুরে আসতে পারেন।
 
এবারের এ পর্যটন মেলায় ১৬০টি স্টল থাকবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৬৮টি স্টল থাকবে শীতাতত নিয়ন্ত্রিত। এতে ভুটান, মালয়েশিয়া, কম্বোডিয়া ও সার্কভুক্ত দেশসহ ১০/১২টি দেশ অংশ নেবে এ মেলায়।
 
মেলায় বিভিন্ন দেশের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেবেন, তবে তারা কোনো স্টল বসাবেন না উল্লেখ করে রেজাউল ইকরাম বলেন, তারা মেলা ঘুরে ঘুরে দেখবেন, এদেশে পর্যটক পাঠানো যাবে কি-না, পাঠানো হলে কার সঙ্গে কাজ করবে, ব্যবসায়িক লেনদেন কী রকম হবে, পর্যটকদের সুযোগ সুবিধা কেমন হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।