ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকে আইএমই রেমিট্যান্স সেবা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
মার্কেন্টাইল ব্যাংকে আইএমই রেমিট্যান্স সেবা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ ও স্বল্পতম সময়ে দেশে পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি এনসিসি ব্যাংক লিমিটেডের সহযোগী হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সব শাখায় আইএমই রেমিট্যান্স সেবা চালু হয়েছে।

সম্প্রতি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এহসানুল হক এ বিষয়ে এক চুক্তিতে সই করেন।



অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরী, আইএমই (এম) এসডিএন বিএইচডি মালয়েশিয়ার কান্ট্রি ম্যানেজার একেএম নাজমুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।