ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসকাউন্ট কুপনে মাস জুড়ে প্যাসিফিক পণ্যে ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
ডিসকাউন্ট কুপনে মাস জুড়ে প্যাসিফিক পণ্যে ছাড়

ঢাকা: ডিসকাউন্ট কুপন সংগ্রহ করলেই মার্চ মাস জুড়ে ছাড় পাওয়া যাবে প্যাসিফিক ওয়ান স্টপ ইন্টিরিয়রের সুইচ সকেট এবং ডোর লক পণ্যে। সুইচ সকেটে রয়েছে শতকরা ১৫ ভাগ ও ডোর লকে ৫ ভাগ ছাড়।



বৃহস্পতিবার (২৬ মার্চ‘২০১৫) বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইনটেরিয়র ডেকোর এক্সপো-২০১৫ এর প্যাসিফিক ইন্টিরিয়রের(১৮ নম্বর স্টল)স্টল থেকে এ ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।

গত মঙ্গলবার ফার্ণিচার ও হোম ফার্নিশিং খাতের রপ্তানী বাড়ানোর লক্ষে যমুনা ফিউচার পার্কের নর্থ কোটে এ প্রদর্শনী শুরু হয়।

কোম্পানিটির প্রধান প্রধান পণ্য সম্পর্কে প্যাসিফিক ওয়ান স্টপ ইন্টিরিয়রের চিফ সেলস অফিসার সাইদ মাহমুদ জানান, কিচেন এক্সেসোরিজ, বাথরুম ফিটিংস, ফার্নিচার হ্যান্ডেল, গ্লাস ডোর, গ্লাস হ্যান্ডেল, এমডিএফ ভিনিয়র পোর্ট, এসডিএফ পোর্ট, এক্রেলিক শিট, ইউবি বোর্ড, থ্রি ডি প্যানেল বোর্ড, ওয়াল প্যানেলিংঙ্ক, পিভিসি ফ্লোর, উডেন ফ্লোর, ব্যাম্বো ফ্লোরসহ ফার্নিচার ফিটিংসের যাবতীয় হার্ডওয়ার খুচরা ও পাইকারি সুলভ মূল্যে সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি।

বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, ২ হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকার মূল্যের ডোর লক রয়েছে। এই পণ্যের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এছাড়া সুইচ সকেটে রয়েছে ১০ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রেগুলেটরের গ্যারান্টি রয়েছে এক বছরের। প্যাসিফিকের এসব পণ্য ব্যবহার খুবই সহজ এবং আরামদায়ক।

সার্বিক বিষয়ে প্যাসিফিক ওয়ান স্টপ ইন্টিরিয়রের ম্যানেজিং ডিরেক্টর আবু ইউসুফ বাংলানিউজকে বলেন, ফার্নিচার, ঘর, বাড়ি ইন্টিরিয়রের পণ্যে সাজাতে প্রতিবছরই নতুন নতুন পণ্যের সরবরাহ করে যাচ্ছে প্যাসিফিক। দীর্ঘ ২৫ বছর ধরে এ প্রতিষ্ঠানটি ভালো মানের বিদেশি পণ্য বাজারজাত করছে। এতে ক্রেতাদের মাঝ থেকে অনেক ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।  

৩দিনব্যাপী শুরু হওয়া এ প্রদর্শনী বৃহস্পতিবারই শেষ হচ্ছে। যৌথভাবে এর আয়োজন করছে রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানীকারক সমিতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রপ্তানীকারক সমিতি(বাংলাক্রাফট) ও বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।