ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নজর কেড়েছে হাতিল ফার্নিচার

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
নজর কেড়েছে হাতিল ফার্নিচার ছবি : নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জার্মানি ও আমেরিকা থেকে আমাদনি করা রেড ওক এবং বিচ কাঠ দিয়ে দেশের কারিগররা তৈরি করেছেন অত্যাধুনিক  ডিজাইনের ফার্নিচার। হাতিল’র এসব ফার্নিচার নজর কেড়েছে ক্রেতা-দর্শীনার্থীদের।



বৃহস্পতিবার (২৬ মার্চ) যমুনা ফিউচার পার্কে বাংলাদেশ ফার্ণিচার অ্যান্ড ইনটেরিয়র ডেকো এক্সপোতে হাতিল-এর স্টলে এ চিত্র দেখা গেল।

‘স্লিম ইজ স্মার্ট’ স্লোগানে নানা ডিজাইনের ফার্নিচার বাজারজাত করছে হাতিল। যেন স্লোগানের সঙ্গে মিলিয়েই ফার্নিচার তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

কারিগরের নিপুণ হাতের ছোঁয়ার পাশাপাশি প্রযুক্তির স্পর্ষও যে রয়েছে তা না দেখলে বোঝার কোনো উপায় নেই। তাই নতুনত্ব আর আধুনিকতার সংমিশ্রণে হাতিলে নজর কেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবছরই নিত্য নতুন একাধিক ডিজাইনের আসবাবপত্র বাজারে আনে হাতিল। এ বছরও তার ব্যতয় ঘটি। সর্বশেষ ডিজাইনের ফার্নিচারগুলোই প্রথমবারের মতো এই স্টলে প্রদর্শন করা হচ্ছে।

হাতিল-এর হেড অব মার্কেটিং ফিরোজ আল মামুন বাংলানিউজকে বলেন, জার্মানি এবং আমেরিকা থেকে যেসব কাঠ আমদানি করা হয়, সেগুলো এফএসসি (ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল) থেকে সার্টিফাইড।

‘যেহেতু ফার্নিচারের মূল উপাদান কাঠ। তাই এগুলো ভালো মানের হওয়ায় প্রতিটি পণ্যও মান সম্মতভাবে তৈরি করা সম্ভব হচ্ছে,’ বলেন তিনি।

ক্রেতাদের সাড়াও উল্লেখযোগ্য উল্লেখ করে এই বিপণন কর্মকর্তা বলেন, হাতিলের পণ্যের ফিনিশিং লেকার পরিবেশ সহায়ক। তাই পরিবেশের কোনো ক্ষতি হয়না।  

মিরপুর থেকে আসা দর্শনার্থী আল আমিন জানান, সত্যিই বিশ্বাষই হয় না এতো নিখুঁত ডিজাইনের ফার্ণিচার দেশের কারিগড়ের হাতেই তৈরি হচ্ছে। অনেক ভালো লাগলো কয়েকটি পণ্য দেখে।

সংশ্লিষ্টরা বলছেন, গত দুই বছর ধরে মাসে টেন টু ইলেভেন ফোর্টি হাইকিউব কন্টেইনার রফতানি করছে আসবাবপত্র তৈরি ও বিপণনকারী প্রতিষ্ঠান হাতিল। এর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং থাইল্যান্ড।

অস্ট্রেলিয়া ও কানাডায় হাতিলের নিজস্ব ব্র্যান্ডেড শো রুমে ফার্নিচার আসবাবপত্র রফতানিতে হাতিল-ই বাংলাদেশের প্রথম ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

১৯৮৯ সালে যাত্রা করা হাতিল লিভিং রুম, ডাইনিং রুম, বেড রুম, কিচেন ক্যাবিনেট এবং অফিস ফার্নিচার তৈরি ও বিক্রি করে থাকে।   দেশজুড়ে ৬৫টি শো রুম রয়েছে প্রতিষ্ঠানটির।  

২৪ মার্চ (মঙ্গলবার) থেকে ফার্নিচার ও হোম ফার্নিশিং খাতের রফতানি উন্নয়নের লক্ষে যমুনা ফিউচার পার্কে শুরু হওয়া এ প্রদর্শনী বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শেষ হয়।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রফতানিকারক সমিতি (বাংলাক্র্যাফট) এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।