ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হজ ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
হজ ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা(এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

এবং নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ব্যারিস্টার রফিক উল হক।

বার্ষিক সাধারণ সভা শেষে কোম্পানির ৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় কোম্পানির শেয়ার হোল্ডার ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। একইসভায় সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদকে নির্বাহী কমিটির আবারও চেয়ারম্যান, সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদকে অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।