ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ছবি : সংগৃহীত

ঢাকা: জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের অগ্নিবিমা দাবির ১০ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ টাকার চেক হস্তান্তর করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

অগ্নিবীমা দাবির ১৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৭৯১ টাকার মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের হিস্যার ১০ হাজার ৬৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ টাকার চেক প্রদান করা হয়।



পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কিউ.এ.এফ.এম. সিরাজুল ইসলাম সম্প্রতি নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. নুরুল ইসলামকে এ চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।