ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনসংযোগ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনসংযোগ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন মো. মোফাজ্জল হোসেন ও খায়রুল হোসেন রাজু

ঢাকা: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে পাবলিক রিলেশনস এসোসিয়েশন অফ স্টেট ওউনড ব্যাংকস (পিআরএএসবি)।

এতে সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং রূপালী ব্যাংক লিমিটেডের সহকারী-মহাব্যবস্থাপক খায়রুল হোসেন রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।



শনিবার (২৮মার্চ) রাজধানীর মতিঝিলস্থ একটি হোটেলে কার্যনির্বাহী কমিটির এক সভায় ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

এছা‍ড়া কমিটিতে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক কবির আহম্মেদ খান সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সাঈদা খানম, জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সাজেদুর রহমান কোষাধ্যক্ষ, বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রোকেয়া বেগম, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পারভেজ আহমেদ চৌধুরী সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দীন খান সাংগঠনিক সম্পাদক এবং বেসিক ব্যাংকের হারুনুর রশিদ দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন।

রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মো. শিব্বির আহমেদ, অগ্রণী ব্যাংকের খন্দকার মফিজুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের শিলা রানী পাল কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।