ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ১৮ পদে ৪২ জনের মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ১৮ পদে ৪২ জনের মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ: বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৮ পদের বিপরীতে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন স্বতন্ত্র প্রার্থীসহ সাবেক সভাপতি শাহজালাল প্যানেলের ২০ জন ও নাজমুল আলম সজল প্যানেলের ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।



ফতুল্লার বিসিক শিল্পনগরীস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৯টা পর্যন্ত নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আরিফ আলম দীপু ও সদস্য শামীম আহমেদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সচিব সরদার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৬ এপ্রিল অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ও অ্যাসোসিয়েট গ্রুপে সর্বমোট ভোটার ১ হাজার ২০৯ জন।  

সাবেক সভাপতি শাহজালাল প্যানেলে সাধারণ গ্রুপে রয়েছেন, শাহজালাল, আজিজুর রহমান বাদল, আবুল বাশার বাসেদ, আবুল বাশার ফকির, দীপক কুমার মোদক, বাবুল চন্দ্র দাস, মনির হোসেন, লুৎফর রহমান, অলি আহম্মেদ, বশির আহম্মেদ, আলমগীর হোসেন, আতাউর রহমান, বিশ্বজিৎ পাল।

অ্যাসোসিয়েট গ্রুপে রয়েছেন, সাঈদ আহম্মেদ স্বপন, শাহীন হোসেন, নারায়ণ চন্দ্র মজুমদার, সোহেল আহম্মেদ তুলিফ, সাখাওয়াত হোসেন সুমন, আক্তার হোসেন, ও সিরাজুল ইসলাম।

মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে নাজমুল আলম সজল প্যানেলে জেনারেল গ্রুপে রয়েছেন নাজমুল আলম সজল, আরিফুজ্জামান টিপু, আলী আহম্মদ শেখ, আবদুল হাই, জাহাঙ্গীর হোসেন, আমিরুল্লা রতন, বিষ্ণুপদ সাহা, সাব্বির আহম্মেদ সাগর, সুশান্ত পাল চৌধুরী, কামাল হোসেন, নিজাম মুন্সি, জাহাঙ্গীর আলম, কবির হোসেন ভুইয়া বাবুল, আতাউর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, শাহজালাল শাকিল।

অ্যাসোসিয়েট গ্রুপে রয়েছেন নাসির শেখ, নাসিম, আতাউর রহমান, আদিল হাওলাদার, মিজান, ভোলানাথ সাহা। স্বতন্ত্র প্রার্থী হলেন আদনান আহম্মেদ সুহিন।

জানা গেছে, ২৯ মার্চ দুপুর ১২টায় শহরের সনাতন পাল লেনস্থ হোসিয়ারী ক্লাব ভবনে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ১ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ এপ্রিল। প্রার্থীদের ক্রমিক নম্বরসহ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৫ এপ্রিল।

আগামী ১৬ এপ্রিল শহরের মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন পিছিয়ে দেয়ার আহবান জানান। পরে নির্বাচন পরিচালনা বোর্ড ২৭ নভেম্বর নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। পরবর্তীতে ৯ মার্চ নতুন তফসিল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।