ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যে ছবি : প্রতীকী

ঢাকা: গত এক বছরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার।

একই সঙ্গে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হারও কমেছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশের সময় এ তথ্য জানায়।

এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে।

বিবিএস সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরের মার্চে পয়েন্টু টু পয়েন্টের ভিত্তিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশে, যা গত অর্থবছরের মার্চে ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ।

ডাল, শাক-সবজি, মসলা, ভোজ্যতেল প্রভৃতির মূল্য হ্রাসের কারণে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার কমেছে।

এদিকে মার্চে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। গত বছরের একই সময়ে যা ছিলো মাত্র ৫ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ এক বছর ব্যবধানে পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থলি, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ, বিবিধ দ্রব্য ও সেবা খাতে মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়েছে।

তবে এ বছর মার্চে শহরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশে, যা গত অর্থবছরের মার্চে ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৬ দশমিক শূন্য ১ শতাংশ, যা গত অর্থবছরের মার্চ মাসে ছিল ৭ দশমিক ২১ শতাংশ।

শহরে মার্চে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিলো ৭ দশমিক ৯৮ শতাংশ।

ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে মানুষের ওপর চাপ বাড়ে। আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের একই মাসে কত হারে পণ্যের দাম বাড়ে বা কমে- সেই হিসাব বিবেচনায় এনে মূল্যস্ফীতির হিসাব করা হয়।

উদাহরণ দিয়ে বলা যায়,  মার্চ মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। এর মানে হলো, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে একজন ভোক্তা একটি পণ্য ১০০ টাকায় কিনেছিলেন। আর এ বছরের ফেব্রুয়ারিতে তা কিনেছেন ১০৬ টাকা ২৭ পয়সায়। এক বছরের ব্যবধানে ওই পণ্যের দাম বেড়েছে ৬ টাকা ২৭ পয়সা। অর্থাৎ,মূল্যস্ফীতি হলো ৬ দশমিক ২৭ শতাংশ।

মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য প্রকাশকালে আরও উপস্থিত ছিলেন, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সচিব আরাস্তু খান ও হুমায়ুন খালিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএস/আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।