ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেল্টা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ডেল্টা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(২৭ মার্চ’২০১৫) রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-তে এ সম্মেলনের আয়োজন করা হয়।


 
এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার সরকার, এফসিএ‘র সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস আদিবা রহমান, পরিচালনা পর্ষদ সদ্য আজিজ আহমেদ, যেয়াদ রহমান।
 
সারা দেশ থেকে প্রায় ১০০০ উন্নয়ন কর্মকর্তা ও সংগঠক ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে সফল উন্নয়ন কর্মকর্তা ও সংগঠকদের পুরস্কৃত করা হয়। সব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।