ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা পেপার মিলে কোয়ালিটি ডে উদযাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বসুন্ধরা পেপার মিলে কোয়ালিটি ডে উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট-০১ শনিবার (২৮ মার্চ’২০১৫) কারখানা প্রাঙ্গণে  ‘কোয়ালিটি ডে’ উদযাপন করেছে। দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘পণ্য মান নিশ্চিতকরণ: আমাদের অঙ্গীকার’ এবং ‘পণ্যের গুণগত মান আপনারই কাজের প্রতিফলন’।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল র‌্যালি, গুণগতমানের সচেতনতা শীর্ষক সেমিনার, শুভেচ্ছা বিনিময় এবং সেরা কর্মীদের পুরস্কার প্রদান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসন্ধুরা পেপার মিলস লিঃ ইউনিট-০১ এর প্রকল্প প্রধান মোঃ শাহ আলম, বসুন্ধরা পেপার মিলস লিঃ ইউনিট-০২ এর প্রকল্প প্রধান এবিএম ইয়াছিন এবং বসুন্ধরা পেপার মিলস লিঃ ইউনিট-০৩ এর প্রকল্প প্রধান একেএম কামাল উদ্দিন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।