ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্দেশে গতি পাচ্ছে ‘এডিআর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
নির্দেশে গতি পাচ্ছে ‘এডিআর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যক্রমকে জোরদার করার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে এডিআর কার্যক্রমকে গতিশীল করে বকেয়া কর আদায়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।



রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে এডিআর সহায়তাকারিদের সঙ্গে এক বৈঠকে চেয়ারম্যান এ নির্দেশ দেন।
সভায় আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের মামলা জটিলতায় অনাদায়ি প্রায় ২৮ হাজার কোটি কীভাবে আদায় হবে সে বিষয়ে আলোচনা হয়।
 
এডিআর এ নিয়োজিত সহায়তাকারিগণ (ফ্যাসিলেটর) উপস্থিত থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। চেয়ারম্যান সুপারিশ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এডিআর পদ্ধতির কার্যক্রম জোরদার করা হলে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি ও বকেয়া কর আদায় সম্ভব হবে বলে উভয় আশা প্রকাশ করেন।

সভায় এডিআর সহায়তাকারিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, সাবেক এনবিআর সদস্য আলী আহমেদ, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিছ উদ-দৌলা, এফবিসিসিআই পরিচালক মনজুর আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) বেগম জাহান আরা সিদ্দিকী, সদস্য (কর লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) কালিপদ হালদার, সদস্য (শুল্ক রপ্তানি, বন্ড ও আইটি) খন্দকার মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।