ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগে আগ্রহী স্পেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগে আগ্রহী স্পেন

ঢাকা: বাংলাদেশে বিদ্যুৎ, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে চায় স্পেন। এছাড়া স্পেনের ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়ে বাংলাদেশকে ক্ষেত্র চিহ্নিত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।


 
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ সফররত স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইভানেজ রুবিও বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন। সচিবালয়ের বিদ্যুৎ বিভাগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
 
বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের বিদ্যুৎখাতে স্পেন বিনিয়োগ করতে চায়। তারা অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনায় তাদের আগ্রহের কথা জানিয়েছে। এছাড়া আর কোন কোন খাতে বাংলাদেশে বিনিয়োগ করা যেতে পারে তা সুনির্দিষ্ট করে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে।
 
বাংলাদেশের পক্ষ থেকে বায়ু ও  সৌর বিদ্যুতের সম্ভাবনার ব্যাপারে স্পেনের সহযোগিতা চাওয়া হয়। অন্যদিকে, স্পেন বায়ু বিদ্যুতের মানচিত্র (ম্যাপিং) ও সৌর বিদ্যুতের উৎকর্ষতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি বিভাগের সচিব আবুবকর সিদ্দিকী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইনসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন।

অন্যদিকে, স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সাত সদস্যের একটি প্রতিনিধি দল।
আগামী এপ্রিলে নসরুল হামিদ স্পেন সফর করতে পারেন। ওইসময় বাংলাদেশে বায়ু বিদ্যুৎ স্থাপন ও সম্ভাবনার ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।