ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন প্রকল্পে জাপানের ২ লাখ ডলার অনুদান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
তিন প্রকল্পে জাপানের ২ লাখ ডলার অনুদান

ঢাকা: জাপান সরকার বাংলাদেশের তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) উন্নয়ন প্রকল্পে ২ লাখ ২১ হাজার ১০১ মার্কিন ডলার অনুদান প্রদান করেছে।
 
দেশটির রাষ্ট্রদূত শিরো সাদোশিমা জাপান দূতাবাসে তৃণমূল মানবিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নকারী এ তিন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেন।


 
অনুদানপ্রাপ্ত এনজিওগুলো হলো- এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন),  এসকেএস ফাউন্ডেশন ও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)।
 
চুক্তি স্বাক্ষরকলে উপস্থিত ছিলেন- এএএন’এর প্রেসিডেন্ট ড. এস কে আখতার আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটন এবং টিএমএসএস’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম।
 
এ তিনটি প্রতিষ্ঠানে ২ লাখ ২১ হাজার ১০১ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়। জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউম্যান সিকুউরিটি প্রোজেক্টস (জিজিএইচএসপি) এর মাধ্যমে ১৮৬টি এনজিও প্রকল্পে অর্থায়ন করে আসছে। ইতোমধ্যে এ স্কিমের আওতায় বিভিন্ন বাংলাদেশি এনজিওকে সর্বমোট প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।