ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লোটো বাংলাদেশের সেফটি সু লোটো ওয়ার্কস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
লোটো বাংলাদেশের সেফটি সু লোটো ওয়ার্কস

ঢাকা: লোটো বাংলাদেশ এবার নিয়ে এলো তাদের নতুন সেফটি সু লোটো ওয়ার্কস। সম্প্রতি বসুন্ধরা সিটির গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয়।

একই সঙ্গে লোটো তাদের বসুন্ধরা সিটি আউটলেটটি আরও বড় পরিসরে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালির রাষ্ট্রদূত মি. মারিও পালমা। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর অর্থ বিভাগের ভাইস-প্রেসিডেন্ট রিয়াজ বিন মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম এবং মার্কেটিং কনসালটেন্ট সৈয়দ কামরুল হাসান।

অনুষ্ঠানে কার্যক্ষেত্রে সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। ‘লোটো বাংলাদেশ’ ২০১১ সাল থেকে নিজস্ব উৎপাদনের পাশাপাশি কম্বোডিয়া, ভিয়েতনাম, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে উৎপাদিত বিশ্বমানের জুতা, স্লিপার, অ্যাপারেলস্সহ বিভিন্ন এক্সেসরিজ এদেশে বাজারজাত করে আসছে। লোটো এরইমধ্যে দেশের গুরত্বপূর্ণ স্থানসমূহে ৭৪টি আউটলেট স্থাপন করেছে।

লোটোর জুতা, অ্যাপারেলস্ ও অন্যান্য সামগ্রীগুলো নিজস্ব আউটলেট ছাড়াও অ্যাগোরা, স্বপ্ন, ইউনিমার্ট ও মিনা বাজারে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।