ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডাচ্-বাংলা ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ডাচ্-বাংলা ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ঢাকা: ডাচ্-বাংলা ব্যাংকের অফিসারদের জন্য ৪ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স গত ২৮ মার্চ ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজ প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।



অন্যান্যের মধ্যে ব্যাংকের ট্রেনিং ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম জহুরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রশিক্ষণার্থীদের ব্যাংকিং ধারণা, ব্যাংক পরিচালনার নীতি ও নিয়ম-কানুন এবং তা প্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা দেয়াই এ কোর্সের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।