ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন আসাদুজ্জামান, আলিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন আসাদুজ্জামান, আলিয়া

ঢাকা: কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০১৪’ পেলেন খান আসাদুজ্জামান এবং আলিয়া বেগম। একই সঙ্গে চলতি বছরের মে মাসে পাঁচটি বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

  
 
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষিক্ষেত্রে অনুপ্রেরণা দিতে গত বছর থেকে অ্যাগ্রো অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় দু’জন (একজন নারী, একজন পুরুষ) সফল কৃষকের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শরিফুল ইসলাম।   
 
বরিশালের খান আসাদুজ্জামান ডেইরি ফার্মের মাধ্যমে কৃষিখাতকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। এরই স্বীকৃতি হিসেবে পেলেন ‘পুরুষ বেস্ট ফার্মার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। এছাড়া ফরিদপুরের আলিয়া বেগম নিজের গরুর ফার্মের অনুপ্রেরণাদানকারী হিসেবে ‘নারী বেস্ট ফার্মার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ লাভ করেন।
 
দেশের কৃষকদের অনুপ্রেরণা দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো চলতি বছরের মে মাসে আবারও অ্যাগ্রো অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
 
পাঁচটি বিভাগে কৃষকদের এ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে বেস্ট ফার্মার অব দ্য ইয়ার (পুরুষ ও নারী), কৃষি ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনী প্রতিষ্ঠান, কৃষি রপ্তানিকারক প্রতিষ্ঠান, কৃষি ক্ষেত্রে সহায়তাদানকারী প্রতিষ্ঠানকেও এ পুরস্কার দেওয়া হবে।
 
অ্যাগ্রো অ্যাওয়ার্ড পাওয়ার পর খান আসাদুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেন, এ পুরস্কার আমার কাজের ব্যপ্তি আরও বাড়িয়ে দিল। আমার স্বপ্ন যেখানে থেমে গিয়েছিল, সেখান থেকে এগিয়ে যেতে পারবো।

পুরস্কারের এ টাকা দিয়ে ডেইরি ফার্মের পাশাপাশি একটি পোল্ট্রিফার্ম করার ইচ্ছা আছে বলে জানান তিনি।
 
এদিকে আলিয়া বেগম বলেন, এ টাকা দিয়ে আমার গরুর ফার্মকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে পারবো। এটা আমাদের কাজের অনুপ্রেরণা দেবে। কৃষিক্ষেত্রে কাজ করে পুরস্কার পাওয়া এক বড় প্রাপ্তি।
 
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।