ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া থেকে ভারতীয় চাল গেলো ত্রিপুরায়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
আখাউড়া থেকে ভারতীয় চাল গেলো ত্রিপুরায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৭৭ মেট্রিক টন ভারতীয় চাল আবারো ত্রিপুরায় গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে আখাউড়া বন্দর থেকে কয়েকটি কাভার্ডভ্যান ভর্তি চাল ভারতের ত্রিপুরায় নেওয়া হয়।



এর আগেও একইপথে ১০ হাজার মেট্রিক টন চাল ভারতে যায়। এ বন্দর দিয়ে মোট ৩৫ হাজার মেট্রিক টন চাল নেবে ভারত।

আখাউড়া স্থলবন্দর কাস্টমসের পরিদর্শক মো. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বন্দর সূত্র জানায়, সকালে আশুগঞ্জ নৌবন্দর থেকে ১০টি কাভার্ডভ্যানে করে ১৭৭ মেট্রিক টন চাল (৩ হাজার ৫৪০ বস্তা) আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে।

২০ দলীয় জোটের অবরোধ থাকায় আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলালের নেতৃত্বে একদল পুলিশ এসব চালবাহী গাড়িকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নিরাপত্তা দেয়।

পরে সময় বন্দর কাস্টমস কর্তৃপক্ষ কাগজপত্রের পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দেয়। সবশেষে দুপুর ১টার দিকে ভারতীয় খাদ্য করপোরেশনের (শিলং জোন ) ব্যবস্থাপনা পরিচালক বিদল তিওয়ারী এসব চাল বুঝে নেন।

বাংলাদেশ-ভারতের নৌ প্রটোকল চুক্তির আওতায় খাদ্য সহায়তার এসব চাল পরিবহনে বাংলাদেশ কোনো শুল্ক নিচ্ছে না। তবে প্রতি মেট্রিক টন চাল ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ এবং নৌ বন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।